বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে জাটকাগুলো বিতরণ করা হয়। বরিশালে দুটি আলাদা অভিযানে ১৪২ মণ জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুপুরে এই জাটকা জব্দ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন বরিশালের সদস্যরা।
বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়, বরিশালের বন্দর থানার লাহারহাটে নদীতে একটি ইঞ্জিনচালিত ফাইটার বোট তল্লাশি করে ৮৮০ কেজি জাটকা জব্দ করা হয়।
অন্যদিকে, কীর্তনখোলা নদীতে একটি ইঞ্জিনচালিত স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রলারটি জব্দ করা হয়।
বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে জাটকাগুলো বিতরণ করা হয়।
পাশাপাশি ইঞ্জিনচালিত ট্রলার ও ফাইটার বোট মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।