শিরোনাম প্রতিবেদন
বন্দরে চুরি হওয়া ব্যাটারিচালিত ইজিবাইকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে বন্দরের মিনারবাড়ি এলাকার জনৈক মাসুমের গ্যারেজে অভিযান চালিয়ে ইজিবাইকসহ তাকে গ্রেপ্তার করে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। এ ঘটনায় ইজিবাইকের মালিক সোমবার সকালে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম শামীম (২৭)। সে বন্দরের মালিভিটা এলাকার নবী হোসেন মিয়ার ছেলে।
মামলার বাদী জানান, তারা বাবা সুরুজ মিয়া ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় উপজেলার শেখ জামাল স্কুলের সামনে ইজিবাইক রেখে প্রকৃতি ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পাশে যায়। ফিরে এসে দেখেন গাড়ি নেই। রোববার জানতে পারেন তাদের গাড়ি একটি গ্যারেজে দেখা গেছে। বিষয়টি পুলিশকে জানালে কামতাল তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুর হক জনৈক মাছুম মিয়ার গ্যারেজে অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার করে।
নারায়ণগঞ্জের বন্দরে ইজিবাইক চোর গ্রেপ্তার
